Stock Market | ট্রাম্প ট্যারিফের প্রভাবে রক্তাক্ত শেয়ার বাজার! প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক পড়লো ৪ শতাংশেরও বেশি!

Monday, April 7 2025, 6:25 am
highlightKey Highlights

সোমবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক পড়েছে ৪ শতাংশেরও বেশি।


ট্রাম্পের শুল্ক যুদ্ধের ব্যাপক প্রভাব পড়লো ভারতের শেয়ার বাজারে। সোমবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক পড়েছে ৪ শতাংশেরও বেশি। নিফটি৫০ নামে ১ হাজার ১৪৬ পয়েন্ট। অন্য দিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নামে ৩ হাজার ৭২ পয়েন্ট। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজ়েশন কমেছে ১৯.৪ লক্ষ কোটি টাকা। কেবল ভারতেই নয়, জাপান, হংকং, চিন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো একাধিক বাজারে স্টক এক্সচেঞ্জের সূচকগুলি কমেছে ৫ থেকে ৮ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File