SEBI-Adani | আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা SEBI-র

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করে দিল ভারতের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)।
আদানি এন্টারপ্রাইজ়, আদানি পোর্টস, আদানি পাওয়ার এবং গৌতম আদানির বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন অর্থাৎ শেয়ার বাজারে স্টকের দাম নয়ছয়ের অভিযোগ এনেছিল আমেরিকার শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ সেন্টার। এবার হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করে দিল ভারতের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। সেবি জানিয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগের সপক্ষে এবং আদানি গোষ্ঠীর বেনিয়মের পক্ষে কোনো প্রমান মেলেনি। উল্লেখ্য, জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসন তাঁর সংস্থা বন্ধ করে দিয়েছেন।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- ব্যাঙ্কিং ব্যবসা
- আদানি
- সেবি