Jammu Kashmir | অবৈধ ভাবে জম্মু-কাশ্মীরের কব্জা করে রাখা এলাকা অবিলম্বে ছাড়তে হবে! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের!
Tuesday, March 25 2025, 6:58 am

দিল্লি সাফ জানিয়ে দিলো, অবৈধ ভাবে উপত্যকার বেশ কিছু এলাকা কব্জা করে রেখেছে ইসলামাবাদ, তা অবিলম্বে ছাড়তে হবে।
রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে জম্মু কাশ্মীর নিয়ে কড়া বার্তা দিলো ভারত। দিল্লি সাফ জানিয়ে দিলো, অবৈধ ভাবে উপত্যকার বেশ কিছু এলাকা কব্জা করে রেখেছে ইসলামাবাদ, তা অবিলম্বে ছাড়তে হবে। সোমবার শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। সেখানেই ভাষণ দিয়ে ভারতীয় দূত পি হরিশ বলেন, অবৈধ দাবিকে বার বার তোলা হলে তা বৈধতা পেয়ে যায় না। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের একটি অংশ অবৈধ ভাবে দখলে রাখার অভিযোগ তোলে ভারত। কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও আনা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভারত
- জম্মু-কাশ্মীর
- রাষ্ট্রসঙ্ঘ