বিজ্ঞান ও প্রযুক্তি

Indian Space Programme । মহাকাশ গবেষণায় ফের প্রগতি ভারতের! তৈরী হবে প্রথম আর্থ ওবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন

Indian Space Programme । মহাকাশ গবেষণায় ফের প্রগতি ভারতের! তৈরী হবে প্রথম আর্থ ওবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন
Key Highlights

এবার প্রথম আর্থ ওবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন তৈরির কথা ঘোষণা করা হল।

মহাকাশ গবেষণায় একের পর এক মাইলফলক গড়ছে ভারত। এবার প্রথম আর্থ ওবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন তৈরির কথা ঘোষণা করা হল। ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (IN-SPACE) ইতিমধ্যেই সরকার এবং ব্যক্তিগত যৌথ উদ্যোগে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (PPP)-এর মাধ্যমে, সরকারের আর্থিক সহায়তায় এই স্টার্ট আপের ঘোষণা করে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন থাকার ফলে কোনও সময়ে  শূন্যস্থান থাকবে না। সবসময় একটি স্যাটেলাইট সবসময় অবস্থান করবে। ফলে সবসময়ের তথ্য পাওয়া যাবে।