আন্তর্জাতিকমুম্বইয়ের লোডশেডিং ছিল ট্রেলার মাত্র, চিনা হ্যাকারদের টার্গেট এখন ভারতের Power Supply
একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ভারতে আন্তর্জাতিক সাইবার এট্যাকের উৎপাত বেড়েছে এবং সরকারের পরিচালিত ১২টি পাওয়ার সাপ্লাই স্টেশনে নজর রয়েছে হ্যাকারদের। রেকর্ডেড ফিউচার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চিনা হ্যাকাররা NTPC সহ আরও পাঁচটি রিজিওনাল লোড সেন্টারে টার্গেট করেছিল। তার জন্য ব্যবহার করা হয়েছিল একটি বিশেষ সফটওয়্যার। গত ১৩ই অক্টোবর, ২০২০-তে গোটা মুম্বইয়ে যে লোডশেডিং হয়েছিল, যারফলে সেদিন দুঘণ্টা মুম্বইতে স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল জানা যাচ্ছে সেটা সবে একটি ট্রেলার ছিল।