PM Modi | সন্ত্রাসবাদ দমনে ভারতের ‘নিউ নর্মাল’ নীতি! তিন বিধি ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী মোদি!

Tuesday, May 13 2025, 1:21 pm
highlightKey Highlights

ভারত পাকের সংঘর্ষ বিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদির মুখে শোনা গিয়েছিলো ‘নিউ নর্মাল’ কথাটি। এরপর আজ,পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে গিয়েও একই বার্তা দিলেন নমো।


ভারত পাকের সংঘর্ষ বিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদির মুখে শোনা গিয়েছিলো ‘নিউ নর্মাল’ কথাটি। এরপর আজ,পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে গিয়েও একই বার্তা দিলেন নমো। প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বললেন, 'ভারত তিনটি সিদ্ধান্ত নিয়েছে। যদি ভারতের উপর কোনও সন্ত্রাসবাদী হামলা হয়, তাহলে ভারত নিজস্ব উপায়ে, শর্ত অনুসারে, সময় মতো তার জবাব দেবে। কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত এবং সন্ত্রাসবাদকে সমর্থনকারী কোনও সরকার ও সন্ত্রাসের মূল চক্রীদের পৃথক সত্তা হিসেবে দেখবে না ভারত।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File