আন্তর্জাতিক

Pakistan | পাক-ভূমিতে অজ্ঞাতকারীর গুলিতে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদ!

Pakistan | পাক-ভূমিতে অজ্ঞাতকারীর গুলিতে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদ!
Key Highlights

অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে পাকিস্তানে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদ।

অজ্ঞাত বন্দুকবাজের হাতে নিহত হলো ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে গুলিতে মৃত্যু হয়েছে ভারতের মাটিতে ৩টি বড় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সইফুল্লার। সূত্রের খবর, নেপালে লস্করের সংগঠন বাড়ানোর দায়িত্বে ছিল এই জঙ্গি। নেপাল থেকেই একের পর এক জঙ্গি হামলা পরিচালনা করে সইফুল্লা। গোয়েন্দাদের থেকে বাঁচতে লস্কর জঙ্গি গোষ্ঠী ও পাক সেনার মদতে সিন্ধে গা ঢাকা দেয় জঙ্গিটি। তবে শেষরক্ষা হলো না। রোববার মলতি ফলকারা চক এলাকায় গুলিতে ঝাঁজরা হয়ে মৃত্যু হলো তার।