Air Missile । মাটি থেকে আকাশে মিসাইল উৎক্ষেপনের পরীক্ষায় সফল, হাইস্পিড নিশানায় আঘাত হানে এই ভারতের মিসাইল
Sunday, September 15 2024, 4:54 am
Key Highlights
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও ইন্ডিয়ান নেভি ওড়িষার উপকূলে চাঁদিপুর থেকে কম পাল্লার মাটি থেকে আকাশে মিসাইল উৎক্ষেপনের পরীক্ষায় সফল হয়েছে।
ভারতের সাফল্যের মুকুটে নয়া পালক। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও ইন্ডিয়ান নেভি ওড়িষার উপকূলে চাঁদিপুর থেকে কম পাল্লার মাটি থেকে আকাশে মিসাইল উৎক্ষেপনের পরীক্ষায় সফল হয়েছে। উল্লম্বভাবে এই পরীক্ষা করা হয়েছে। আকাশে একটি হাইস্পিড নিশানায় আঘাত হানে এই মিসাইল।এই মিসাইল সিস্টেম একেবারে সফলভাবে নির্দিষ্ট জায়গায় ওই টার্গেটকে খুঁজে বের করে এরপর আঘাত হানে। এই মহড়ার আগে লঞ্চ প্যাডের ২.৫ কিমি বৃত্তের মধ্যে ৩১০০ মানুষকে নির্দিষ্ট নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় সেনা