India’s 1st Light Tram | শীঘ্রই চালু হবে দেশের প্রথম লাইট ট্রাম! মিলেছে বোর্ডের অনুমোদন!

Wednesday, May 21 2025, 7:21 am
highlightKey Highlights

কোচি মেট্রো রেল লিমিটেড এই নতুন এই ট্রেন চালাবে। ইতিমধ্যেই এই নিয়ে অনুমোদন মিলেছে। তবে এই প্রস্তাবে কেরল সরকার অনুমোদন দিলে, তা পাঠানো হবে দিল্লিতে।


ভারতে শীঘ্রই আসতে চলেছে দেশের প্রথম লাইট ট্রাম সিস্টেম। জানা গিয়েছে, কোচি মেট্রো রেল লিমিটেড এই নতুন এই ট্রেন চালাবে। ইতিমধ্যেই এই নিয়ে অনুমোদন মিলেছে। তবে এই প্রস্তাবে কেরল সরকার অনুমোদন দিলে, তা পাঠানো হবে দিল্লিতে। সেখান থেকে অনুমোদন এলে কাজ শুরু হবে। এই ট্রেনের খরচ যেমন কম, তেমনই এটি পরিবেশ বান্ধবও। লাইট ট্রাম এমন একটি ট্রেন, যা ট্রামের প্রযুক্তি ব্যবহার করে। সাধারণ ট্রেনের তুলনায় এর ওজন কম, বহন ক্ষমতা কম, গতিও কম। জানা গিয়েছে, প্রথমে ৬.২ কিলোমিটার রুটে চালু হবে এই ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File