খেলাধুলা

IND vs NZ | নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইনিংস থামল ২৬৩ রানে! লিড মাত্র ২৮ রান

IND vs NZ | নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইনিংস থামল ২৬৩ রানে! লিড মাত্র ২৮ রান
Key Highlights

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতা, শেষ পর্যন্ত ২৮ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও একই অবস্থা ইন্ডিয়ান ক্রিকেট টিমের। ভারতের ইনিংস থামল ২৬৩ রানে। শেষের দিকে সুন্দরের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ২৮ রানের লিড নিতে পারল ভারত। নিউজিল্যান্ড করে ২৩৫। লাঞ্চের সামান্য আগেই আউট হয়ে যান পন্থ। তিনি করেন ৬০ রান। তার আগে ৩৬ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন। গিলকে ৯০ রানে ফেরালেন আজাজ প্যাটেল। অশ্বিন, সরফরাজকেও আউট। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর। রানআউট হলেন আকাশ দীপ। সেখানেই ভারতের ইনিংস থেমে যায় ২৬৩ রানে।