Indian Industrial Growth | গত ছ'মাসের মধ্যে সর্বনিম্ন! একধাক্কায় কমলো ভারতের শিল্পোজাত উৎপাদন!
Saturday, April 12 2025, 5:49 pm
Key Highlightsসদ্য প্রকাশিত তথ্যভাণ্ডার অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ভারতের শিল্পজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির হার কমে হয়েছে মাত্র ২.৯ শতাংশ.
একধাক্কায় সামগ্রিকভাবে কমেছে ভারতের শিল্পোজাত উৎপাদন। সদ্য প্রকাশিত তথ্যভাণ্ডার অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ভারতের শিল্পজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির হার কমে হয়েছে মাত্র ২.৯ শতাংশ। যা শেষ ছ'মাসের মধ্যে সর্বনিম্ন। তার আগের মাসেও এই বৃদ্ধির হার ছিল ৫.২ শতাংশ। গত আর্থিক বছরের হিসাব অনুযায়ী, এপ্রিল মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ। অথচ, তার আগের আর্থিক বছরে ওই একই সময়ের মধ্যে এই হার ছিল ৬ শতাংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শিল্প

