SBI | ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৩ শতাংশ, পূর্বাভাস কমালো SBI

Thursday, January 9 2025, 9:42 am
highlightKey Highlights

ঋণ দেওয়ার পরিমাণ এবং উৎপাদন কমে যাওয়া সমেত একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে পূর্বাভাস কমিয়েছে SBI।


ভারতের জিডিপি নিয়ে আগাম অনুমান প্রকাশ করে NSO জানায়, ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি ৬.৪ শতাংশ হারে বাড়বে। কিন্তু SBI পূর্বাভাস দেয়, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৩ শতাংশ হবে। ঋণ দেওয়ার পরিমাণ এবং উৎপাদন কমে যাওয়া সমেত একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে পূর্বাভাস কমিয়েছে SBI। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে, চলতি অর্থবছরে কৃষি এবং তার সঙ্গে যুক্ত কার্যকলাপ ৩.৮ শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে। যদিও শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে গত বছরের তুলনায় মন্দা দেখা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File