দেশ

Tesla Showroom | জুলাইতে উদ্বোধন ভারতের প্রথম টেসলার শোরুমের! কোন শহরে জানেন?

Tesla Showroom | জুলাইতে উদ্বোধন ভারতের প্রথম টেসলার শোরুমের! কোন শহরে জানেন?
Key Highlights

আগামী ১৫ই জুলাই মুম্বইয়ে উদ্বোধন হবে ইলন মাস্কের ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্তুতকারী সংস্থা টেসলার স্টোর।

চলতি মাসেই ভারতে খুলতে চলেছে টেসলার প্রথম শোরুম। জানা গিয়েছে, আগামী ১৫ই জুলাই মুম্বইয়ে উদ্বোধন হবে ইলন মাস্কের ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্তুতকারী সংস্থা টেসলার স্টোর। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে টেসলার এই ‘এক্সপেরিয়েন্স সেন্টার’খোলা হচ্ছে। ওই শপিং মলে অ্যাপলের ফ্ল্যাগশিপ স্টোরের কাছেই হবে টেসলার শোরুম। এক সংবাদমাধ্যম অনুযায়ী, জুন মাসে মুম্বইয়ের কুরলা ওয়েস্ট এলাকায় কমার্শিয়াল স্পেস লিজ়ে নিয়েছে টেসলা। সেখানে ভেহিক্যাল সার্ভিস ফেসিলিটি গড়ে তোলা হচ্ছে।