Driverless Metro | এবার মেট্রো চলবে চালক ছাড়াই! ভারতের প্রথম চালকবিহীন মেট্রো তৈরী হলো বাংলায়

Wednesday, January 8 2025, 11:52 am
highlightKey Highlights

ভারতের প্রথম চালকবিহীন মেট্রো তৈরি করলো টিটাগড় রেল সিস্টেম।


ফের মেট্রো নিয়ে ইতিহাস লিখলো বাংলা। ভারতের প্রথম চালকবিহীন মেট্রো তৈরি করলো টিটাগড় রেল সিস্টেম। নিজেদের তৈরি ‘মেক ইন ইন্ডিয়া’ ট্রেনসেট বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দিল এই সংস্থা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রসঙ্গে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর। এই চালকবিহীন মেট্রো টিটাগড় রেল সিস্টেমের ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী বলেন, ‘এই ট্রেনটি অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নির্মিত, যা ট্রেনটি চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে সাহায্য করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File