ICMR-NIRBI | উদ্বেগ ছড়াচ্ছে HMPV, পথ দেখাবে বাংলায় তৈরী ভারতের প্রথম ‘জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার’ হাব

Tuesday, January 7 2025, 7:10 am
highlightKey Highlights

দেশকে পথ দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। কারণ বাংলায় তৈরী হচ্ছে দেশের প্রথম ‘জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার’ হাব।


চিনে ছড়িয়ে পড়েছে নয়া ভাইরাস HMPV। ইতিমধ্যে ভারত এমনকি শহর কলকাতাতেও মিলেছে এই ভাইরাস আক্রান্তের হদিশ। এই ভয়ের পরিস্থিতিতে গোটা দেশকে পথ দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। কারণ বাংলায় তৈরী হচ্ছে দেশের প্রথম ‘জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার’ হাব। সেই লক্ষ্যে ICMR NICEDর নাম বদলে হয়ে গেল ICMR-NIRBI অর্থাৎ ন্যাশানাল ইন্সস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফকশন। সারা দেশ থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে ব্যাক্টিরিয়ার মোকাবিলায় নতুন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি বিকল্প চিকিৎসার সন্ধান দেবে NIRB।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File