আন্তর্জাতিক

Tejas Fighter Jet | দুবাইয়ে এয়ার শো-তে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান তেজস!

Tejas Fighter Jet | দুবাইয়ে এয়ার শো-তে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান তেজস!
Key Highlights

আচমকাই নীচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। মাটিতে পড়া মাত্রই দাউদাউ করে জ্বলে ওঠে তেজস

দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল তেজস! সেখানকার স্থানীয় সময় দুপুর ২টো ১০ মিনিট নাগাদ আল মাকতুম বিমানবন্দরে প্রদর্শনী দেখাচ্ছিল তেজস। সেই সময়ে আচমকাই নীচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। মাটিতে পড়া মাত্রই দাউদাউ করে জ্বলে ওঠে তেজস।পাইলট বেরোতে পেরেছিলেন কি না তা এখনও স্পষ্ট জানা যায়নি। উল্লেখ্য, তেজস যুদ্ধবিমান নিয়ে মুগ্ধ এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশ। আন্তর্জাতিক বাজারে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান বিক্রি করা নিয়ে বেশ কিছু দেশের সঙ্গে কথাও হয়েছে কেন্দ্র সরকারের।