Indian Economy | ভারতের অর্থনীতি পৌঁছবে ৭ ট্রিলিয়ন ডলারে! কমবে মুদ্রাস্ফীতির হার
ক্রিসিলের পূর্বাভাস: ভারতের অর্থনীতি ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে, GDP বৃদ্ধি ৬.৬%।
২০২৫ থেকে ২০৩১ সালের মধ্যেই ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো হতে চলেছে বলে জানালো ক্রিসিলের রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী, দেশের অর্থনীতিতে ৬.৬ শতাংশ বৃদ্ধি আসতে চলেছে। এই বিষয়ক রিপোর্টে দেশের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বৃদ্ধি নিয়ে ক্রিসিল বলছে, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৮ শতাংশে।খুচরো মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে বলে আসা প্রকাশ করেছে ক্রিসিল। ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে দেশে খুচরো মুদ্রাস্ফীতির পরিমাণ ৫.৪ শতাংশ থেকে কমে ৪.৫ শতাংশ দাঁড়াবে।