Indian Economy | চার বছরের সর্বনিম্ন স্তরে নামতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার! RBIর পর আশঙ্কা প্রকাশ কেন্দ্র সরকারের
Wednesday, January 8 2025, 6:51 am
Key Highlights২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে, চার বছরের সর্বনিম্ন স্তরে নামতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার।
চার বছরের সর্বনিম্ন স্তরে নামতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার। কেন্দ্রীয় সরকারের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশে নেমে যেতে পারে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে। আর কেন্দ্রীয় সরকারের তরফে সেটাও আরও কমিয়ে পূর্বাভাস দেওয়া হল।

