Indian Economy | ভারতের ব্যাঙ্কগুলির ভাঁড়ারে নগদের জোগান তলানিতে! আগামী দিনে ঋণ পেতে হবে অসুবিধা

Wednesday, December 18 2024, 7:02 am
highlightKey Highlights

ব্লুমবার্গ ইকোনমিক ইনডেক্স অনুযায়ী, বর্তমানে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় নগদের জোগান ঘাটতি গত ছয় মাসের সর্বোচ্চ স্তর ১.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।


ভারতের ব্যাঙ্কগুলির ভাঁড়ারে নগদের জোগান তলানিতে। ব্লুমবার্গ ইকোনমিক ইনডেক্স অনুযায়ী, বর্তমানে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় নগদের জোগান ঘাটতি গত ছয় মাসের সর্বোচ্চ স্তর ১.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এর জেরে ‘ইন্টারব্যাঙ্ক ওয়েটেড অ্যাভারেজ কল রেট’, যা দিয়ে এক দিনের ঋণের খরচ পরিমাপ করা হয়, তা রিজ়ার্ভ ব্যাঙ্কের বেঞ্চমার্ক রেপো রেট ৬.৫০% এর থেকেও ৩৫ বেসিস পয়েন্ট (০.৩৫%) বেড়ে রয়েছে। এর জেরে আমজনতা থেকে কর্পোরেটদের পক্ষে আগামী দিনে ‘সহজে’ ঋণ পাওয়া কষ্টকর হবে বলে আশঙ্কা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File