২০২১ -এ কারা দেশের প্রথম ধনী ব্যক্তি, জেনে নেওয়া যাক ...

Wednesday, April 7 2021, 6:17 am
highlightKey Highlights

বিশ্বের শীর্ষ ৩৫ কোটিপতির তালিকায় দশম স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ফোর্বস পত্রিকার বিচারে দেশের শীর্ষ ১০ কোটিপতির তালিকায় ১ নম্বরে আছেন তিনি। দেশে আম্বানির পরেই আছেন পরিকাঠামো তৈরির দুনিয়ার গৌতম আদানি (৫০.৫ বিলিয়নের মালিক); HCL Technologies-এর মালিক শিব নাদার (২৩.৫ বিলিয়নের মালিক)। এঁদের পরেই আছেন রিটেল ও ইনভেস্টমেন্টে অন্যতম নাম রাধাকৃষ্ণ দামানি, যিনি ১৬.৫ বিলিয়নের মালিক। Kotak Mahindra Bank-র মালিক উদয় কোটাক, ১৫.৯ বিলিয়নের মালিক। ঠিক এঁদের পরবর্তী কোটিপতি লন্ডনে বসবাস করলেও লক্ষী মিত্তাল এখন ১৪.৯ বিলিয়নের মালিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File