২০২১ -এ কারা দেশের প্রথম ধনী ব্যক্তি, জেনে নেওয়া যাক ...

দেশ৭ এপ্রিল ২০২১
বিশ্বের শীর্ষ ৩৫ কোটিপতির তালিকায় দশম স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ফোর্বস পত্রিকার বিচারে দেশের শীর্ষ ১০ কোটিপতির তালিকায় ১ নম্বরে আছেন তিনি। দেশে আম্বানির পরেই আছেন পরিকাঠামো তৈরির দুনিয়ার গৌতম আদানি (৫০.৫ বিলিয়নের মালিক); HCL Technologies-এর মালিক শিব নাদার (২৩.৫ বিলিয়নের মালিক)। এঁদের পরেই আছেন রিটেল ও ইনভেস্টমেন্টে অন্যতম নাম রাধাকৃষ্ণ দামানি, যিনি ১৬.৫ বিলিয়নের মালিক। Kotak Mahindra Bank-র মালিক উদয় কোটাক, ১৫.৯ বিলিয়নের মালিক। ঠিক এঁদের পরবর্তী কোটিপতি লন্ডনে বসবাস করলেও লক্ষী মিত্তাল এখন ১৪.৯ বিলিয়নের মালিক।
সূত্র:zeenews.india.com
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।