Indian Economy | মদ ও ওষুধের পেছনেই সবচেয়ে বেশি ব্যয় করে থাকেন ভারতীয়রা! বেড়েছে খরচের পরিমাণও!
Thursday, May 22 2025, 8:01 am

গত বছরের পরিসংখ্যান বলছে, বিপরীত মেরুতে থাকা দুই জিনিস, মদ ও ওষুধের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে থাকেন ভারতীয়রা।
কোন ক্ষেত্রে ভারতীয়রা সবচেয়ে বেশি খরচ করে? গত বছরের পরিসংখ্যান বলছে, বিপরীত মেরুতে থাকা দুই জিনিস, মদ ও ওষুধের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে থাকেন ভারতীয়রা। তথ্য বলছে, এই দুটি ক্ষেত্রে ব্যয় গত ১২ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে অ্যালকোহল এবং তামাকের উপর ব্যয় ১৫.৭ শতাংশ বেড়েছে। যা ২০১২ সালের পর সর্বোচ্চ। অন্যদিকে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ গত ১২ বছরের মধ্যে প্রথমবার ১৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ওষুধ, হাসপাতাল এবং ডাক্তারের খরচ রয়েছে।