Indian Kabaddi Team | ফের বিশ্বজয় ভারতের মেয়েদের! চিনকে হারিয়ে কবাডিতেও বিশ্বসেরা ভারত!

ফাইনালে চিনা তাইপেইকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে ঢাকাতে বিজয় পতাকা তুললো ভারতের মেয়েরা।
বিশ্ব খেলার মঞ্চে একের পর এক চমক দেখাচ্ছে ভারতের মহিলা টিম। ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ২১দিন পর মেয়েদের কবাডি বিশ্বকাপ জিতলেন ভারতের মেয়েরা। ১১ দলের টুর্নামেন্টে ভারতকে কেউই হারাতে পারেনি। বাংলাদেশে আয়োজিত মেয়েদের কবাডি বিশ্বকাপে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও চিন। ফাইনালে চিনা তাইপেইকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে ঢাকাতে বিজয় পতাকা তুললো ভারতের মেয়েরা। এই নিয়ে পরপর দু’বার কবাডি বিশ্বকাপ জিতল ভারতের মহিলা দল।
