খেলাধুলা

Kho Kho World Cup Winner | খো খো তে বাজিমাত ভারতকন্যাদের, ফাইনালে নেপালকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত

Kho Kho World Cup Winner | খো খো তে বাজিমাত ভারতকন্যাদের, ফাইনালে নেপালকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত
Key Highlights

প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। ফাইনালে তারা হারাল প্রতিবেশী দেশ নেপালকে।

খো খো বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৭৮:৪০ ব্যবধানে নেপালকে হারিয়ে দিলো ভারতের মেয়েরা। এদিন প্রিয়াঙ্কা ইঙ্গলে, বৈষ্ণবী পাওয়ারদের গতি ও ক্ষিপ্রতার কাছে হার মানে নেপাল। প্রথম টার্নেই ৩৪:০ করে ভারত। তৃতীয় টার্নে অধিনায়ক প্রিয়াঙ্কার ‘স্কাই ডাইভ’ ২৮ পয়েন্টের লিড তুলে দেয় ভারতের হাতে। চতুর্থ রাউন্ডের শেষে ৩৮ পয়েন্টের বিরাট ব্যবধানে খো খো বিশ্বকাপ জেতে ভারত। পুরুষদের ফাইনালের রেজাল্টের দিকে মুখিয়ে আছে অনুরাগীরা।