মীরাবাই চানু বিশ্বরেকর্ড গড়ে পেয়ে গেলেন অলিম্পিক্সের টিকিট
Sunday, April 18 2021, 6:55 am
Key Highlightsব্রোঞ্জ পদক, বিশ্বরেকর্ড, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন। একসঙ্গে তিনটি সাফল্য পেলেন মীরাবাই চানু। এশীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় এই তিন কীর্তি গড়লেন ভারতের এই ভারোত্তোলক।মহিলাদের ৪৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি তুলে বিশ্বরেকর্ড করলেন চানু। আগের বিশ্বরেকর্ড ছিল চিনের জিয়াং হুইহোয়ার। তিনি ১১৮ কেজি ওজন তুলেছিলেন। এক বছরেরও বেশি সময় পরে আবার কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। এর আগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ২০৩ কেজি। গত বছর ফেব্রুয়ারিতে কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিলেন তিনি।