Sumit Nagal | ইভেন্টের আগে ভিসা-ফাঁপরে ভারতীয় টেনিস তারকা, এক্স হ্যান্ডেলে চিন-কে দূষলেন সুমিত
Friday, November 14 2025, 4:00 am
Key Highlightsচিনা ভিসা বাতিল হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চয়তায় ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল, প্রতিযোগিতায় অংশগ্রহণে শঙ্কা।
২৪ থেকে ২৯ নভেম্বর চিনে আয়োজিত হবে চেংদু ইভেন্ট। এই প্রতিযোগিতায় জিতলে সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়ার সুযোগ থাকে। এই পরিস্থিতিতে ভিসা ফাঁপরে পড়লেন ভারতের এক নম্বর সিঙ্গেল টেনিস তারকা সুমিত নাগাল। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমার নাম সুমিত নাগাল। ভারতের শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনের প্লে-অফে অংশ নিতে চিনে যাওয়ার কথা আমার। কোনও কারণ ছাড়াই আমার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। দ্রুততার সঙ্গে এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে সাহায্য করলে উপকৃত হব।’
- Related topics -
- খেলাধুলা
- টেনিস
- টেনিস টুর্নামেন্ট
- খেলোয়াড়
- চিন
- ভারত
- ভিসা নিষেধাজ্ঞা

