Indian Railway | বিশ্ব রেকর্ড গড়লো ভারতীয় রেল! একদিনেই ৩ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করেছে ইন্ডিয়ান রেলওয়ে
Friday, November 8 2024, 6:40 am
Key Highlightsগত ৪ নভেম্বর ভারতীয় রেল তার সব ক’টি জ়োন মিলিয়ে ৩ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করেছে।
ভারতে পরিবহণের অন্যতম মাধ্যম হলো রেল। প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতীয় ট্রেনের ওপর ভরসা করেই যাতায়াত করে থাকেন। এবার সেই ভারতীয় রেল যাত্রী পরিবহণের ক্ষেত্রে গড়লো বিশ্ব রেকর্ড! গত ৪ নভেম্বর ভারতীয় রেল তার সব ক’টি জ়োন মিলিয়ে ৩ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করেছে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, অস্ট্রেলিয়া (২ কোটি ৬৬ লক্ষ) এবং নিউ জ়িল্যান্ডের (৫২ লক্ষ) মিলিত জনসংখ্যা যত, ৪ নভেম্বর ভারতীয় রেল প্রায় সেই পরিমাণ যাত্রী পরিবহণ করেছে।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ট্রেন
- বিশ্ব রেকর্ড
- ভারত
- দেশ

