Rail Super App | একই অ্যাপেই মিলবে সব পরিষেবা! ডিসেম্বরের মধ্যেই ‘সুপার অ্যাপ’ আনছে ভারতীয় রেল

Tuesday, November 5 2024, 4:18 am
highlightKey Highlights

ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিট, খাবার অর্ডার থেকে ট্রেনের শিডিউল মনিটর সকল পরিষেবা মিলবে একটি অ্যাপেই


ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিট, খাবার অর্ডার থেকে ট্রেনের শিডিউল মনিটর সকল পরিষেবা মিলবে একটি অ্যাপেই। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ‘সুপার অ্যাপ’ আনতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, CRIS এর তৈরী এই অ্যাপটি IRCTCর মাধ্যমেই পরিচালিত হবে। রেলের ‘IRCTCরেল কানেক্ট’, ‘IRCTCইকেটারিং ফুড অন ট্র্যাক’, ‘রেল মদত’,‘UTS’, ‘ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম’ অ্যাপের পরিষেবা ভবিষ্যতে পাওয়া যাবে ভারতীয় রেলের এই নতুন 'সুপার অ্যাপে'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File