পরিবহনরাখিপূর্ণিমার দিন কৃষক আন্দোলনের জেরে ৩০টির ও বেশি ট্রেন বাতিল করল ভারতীয় রেল
কৃষক আন্দোলনের জন্য ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করল৷ জানা যাচ্ছে পাঞ্জাবে চলতে থাকা কৃষক আন্দোলনের জেরে এই ট্রেনগুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল৷ রবিবার ২২শে অগাস্ট রাখিপূর্ণিমার দিন পুরোপুরি বাতিল করা হয়েছে মোট ৩০টি ট্রেন৷ এছাড়াও বেশ কিছু ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ উত্তর রেলওয়ের তরফে টুইট করে এই বিষয়ে জানানো হয়েছে৷ এর মধ্যে সামিল রয়েছে অমৃতসর, নয়াদিল্লি, কটরা, হাওড়া, পাঠানকোট, চন্ডীগড়-সহ একাধিক রুটের ট্রেন৷