পরিবহনট্রেনের ভিতর হাই-স্পিড WiFi ইন্টারনেট পরিষেবা বন্ধ করল ভারতীয় রেল
কয়েক বছর আগেই ভারতীয় রেল চালু করেছিল ট্রেনের ভিতরে হাই-স্পিড WiFi ইন্টারনেট পরিষেবা যা বর্তমানে বন্ধের ঘোষণা করলো রেল। জানা যাচ্ছে এই পরিষেবার ফলে আর্থিকভাবে রেলের কোনও সুবিধা না হওয়ার কারণেই তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন নির্দিষ্ট কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্যই এই পরিষেবা চালু ছিল। এপ্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে পাইলট প্রজেক্ট হিসেবে স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে হাই-স্পিড WiFi ইন্টারনেট কানেকশন দেওয়া হচ্ছিল।' স্যাটেলাইট কানেকশনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, রক্ষণাবেক্ষণেও খরচ করতে হচ্ছে রেলকে। তাই, এই প্রকল্প আর্থিকভাবে খুব উজ্জ্বল নয় বলেই জানিয়েছেন তিনি।