‘পরাক্রম দিবস’-এর পর ফের নয়া ঘোষণা কেন্দ্রের, কালকা মেলের নাম বদলে হল ‘নেতাজি এক্সপ্রেস’

Wednesday, January 20 2021, 10:21 am
‘পরাক্রম দিবস’-এর পর ফের নয়া ঘোষণা কেন্দ্রের, কালকা মেলের নাম বদলে হল ‘নেতাজি এক্সপ্রেস’
highlightKey Highlights

ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করল ভারতীয় রেল। নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিবস নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সেই আবহে আগামী ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের প্রাক্কালেই রেলের এই ঘোষণা। ১৯৪১ সালে কলকাতার বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় তৎকালীন বিহারের গোমো থেকে কালকা মেল ধরেছিলেন নেতাজি। গোমো স্টেশনটি বর্তমানে ঝাড়খণ্ডে। বুধবার কালকা মেলের এই নামকরণের কথা টুইট করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File