Indian Railways | প্লেনের পর ‘লাগেজ রুল’ মানতে হবে ট্রেনেও, অতিরিক্ত মাল বহন করলেই দিতে হবে জরিমানা!
Tuesday, August 19 2025, 2:35 pm

নির্ধারিত ওজনের থেকে ভারী ব্যাগ নিয়ে যাত্রা করলে যাত্রীর থেকে অতিরিক্ত ভাড়া চাইতে পারে রেল। এমনকী, মোটা জরিমানাও হতে পারে।
রেলওয়ের নিয়ম মতে, এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেনযাত্রা করতে পারেন। সাধারণ কামরার যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র নিয়ে ট্রেনে উঠতে পারেন। এতদিন এই নিয়ম কঠোর ভাবে কার্যকর করা হতো না। এবার সেদিকে নজর দিলো কতৃপক্ষ। মালপত্র নির্দিষ্ট ওজনের বেশি হলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। পরীক্ষামূলক ভাবে আপাতত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে এই নিয়ম চালু হচ্ছে।
- Related topics -
- দেশ
- রেলমন্ত্রী
- রেলওয়ে বোর্ড
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে অফিসার
- রেলভবন
- রেল পরিষেবা
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে