ভিড় কমাতে নয়া পন্থা অবলম্বন করলো রেল, লোকাল ট্রেনের টিকিট সবাইকে দেওয়া হবে না
Saturday, November 6 2021, 4:27 pm
Key Highlights
করোনার জেরে রেল পরিষেবা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। কিছু স্পেশাল ট্রেন চালু করা হলেও সেভাবে কোন লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এই বিশেষ ট্রেন গুলিতেও লাগাতার ভিড় বাড়াচ্ছেন সাধারন মানুষ। কার্যত ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচলের অনুমতি থাকলেও, বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। প্রাক করোনা কালের মতই ঠাসাঠাসি ভিড় করে যাত্রীরা যাতায়াত করছেন। ৩১ অক্টোবর থেকে তাই টাইম টেবল মেনে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। যারা ইতিমধ্যেই দুটি টিকা নিয়ে নিয়েছেন কেবল মাত্র তারাই টিকিট কাটতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণরূপে ভ্যাক্সিনেশন সম্পন্ন না হলে লোকাল ট্রেনে যাতায়াত করা যাবে না।
- Related topics -
- পরিবহন
- ভারতীয় রেল
- কোভিড ১৯
- লোকাল ট্রেন