Indian Railway | স্বাধীনতা সংগ্রামী এবং দেশের বীরদের নামে রাখা হবে ইঞ্জিনের নাম! অভিনব উদ্যোগ রেলের!

ভারতীয় রেল কর্তৃপক্ষ জানালো, স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় বীর যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নামে রাখা হবে দেশের বিভিন্ন রেলওয়ে জ়োনের আওতায় থাকা ডিভিশনগুলো রেল ইঞ্জিনের নাম।
দেশের বীরদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ রেলের। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানালো, স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় বীর যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নামে রাখা হবে দেশের বিভিন্ন রেলওয়ে জ়োনের আওতায় থাকা ডিভিশনগুলো রেল ইঞ্জিনের নাম। এমনিতে খাতায় কলমে রেলের প্রতিটি ইঞ্জিনের একটি বিশেষ ‘কোড’ থাকে। তবে এবার ওই কোডের পাশাপাশি লেখা থাকবে দেশের কোনও বীরের নামও। সেই তালিকায় থাকছেন পরমবীর চক্র, অশোক চক্র এবং মহাবীর চক্রে সম্মানিতরাও।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ট্রেন
- স্বাধীনতা সংগ্রামী