ক্রিকেট থেকে অবসর নিলেন কেকেআরের প্রাক্তন পেসার বিনয় কুমার
Friday, February 26 2021, 12:25 pm
Key Highlightsভারতীয় দলে ২০১০ সালে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন বিনয় কুমার। রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরদের মতো ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার সুযোগও পেয়েছিলেন তিনি। রঞ্জি ম্যাচ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সবকিছুই খেলেছেন তিনি। এমনকি আইপিএল -এর কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়েও তিনি খেলেছিলেন। শুক্রবার ভারতীয় দলের এই প্রাক্তন পেসার নিজের টুইটার প্রোফাইলে জানিয়েছেন যে তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।