বিনোদন

Grammy Award Nomination । পরপর চারবার গ্র্যামি নমিনেশন পেলেন ভারতীয় সংগীতশিল্পী, সুরকার রিকি কেজ

Grammy Award Nomination । পরপর চারবার গ্র্যামি নমিনেশন পেলেন ভারতীয় সংগীতশিল্পী, সুরকার রিকি কেজ
Key Highlights

ভারতীয় সুরকার রিকি কেজ চতুর্থবারের জন্য গ্র্যামি মনোনয়ন পেলেন। ২০১৫সালে প্রথম গ্র্যামি জিতেছিলেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, লস অ্যাঞ্জেলেসের অ্যারেনায় অনুষ্ঠিত হতে চলেছে ৬৭তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড। নমিনেশন তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছেন গ্র্যামি কতৃপক্ষ। তালিকায় 'বেস্ট নিউ এজ অ্যালবাম' বিভাগে মনোনীত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুরকার রিকি কেজের অ্যালবাম 'ব্রেক অফ ডন'। প্রসঙ্গত, 2015 সালে রিকি তার প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। ২০২২ এবং ২০২৩ সালেও একটি করে গ্র্যামি পুরস্কার জেতেন এই সংগীতশিল্পী। এবছর চতুর্থবারের মতো গ্র্যামি মনোনয়ন পেলেন তিনি।