Indian Army | যুদ্ধক্ষেত্রে প্রতি জওয়ানের মাথার উপরে থাকবে ড্রোন! আক্রমণের আগাম আঁচ দেবে ‘ঈগল ড্রোন’!

ভারতীয় সেনাবাহিনী ‘এক সেনা-এক ড্রোন’ নীতি গ্রহণ করছে, ‘ঈগল ড্রোন’ ব্যবহার করে শত্রু নজরদারি ও আক্রমণ করবে।
যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকতে ড্রোন ব্যবহার করতে চায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। পরিকল্পনা,পদাতিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে নিরাপদ ও বিপক্ষের চেয়ে একধাপ এগিয়ে রাখতে প্রতি জওয়ানের মাথার উপরে একটি করে ড্রোন ওড়ানো। এই ড্রোনগুলি হবে সর্বাধুনিক প্রযুক্তির ‘ঈগল ড্রোন’। এই ড্রোনগুলি টার্গেটকে তাক করে শুরুতেই উড়ে যাবে, টার্গেটের দিক থেকে কতটা আক্রমণ ধেয়ে আসতে পারে তার একটা আগাম আঁচ দেবে ও নির্দেশ পেলে টার্গেটকে ধ্বংসও করবে। ঈগল ড্রোন এতটাই হালকা ও বহনযোগ্য যে একজন সেনা তাঁর কাঁধের ব্যাকপ্যাকেই একে বহন করতে পারেন।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী