Neeraj Chopra | জ্যাভিলিন ছুড়ে আরেকটি সোনা ঘরে আনলো ভারতের সোনার ছেলে 'নীরজ'

Saturday, June 21 2025, 3:09 am
Neeraj Chopra | জ্যাভিলিন ছুড়ে আরেকটি সোনা ঘরে আনলো ভারতের সোনার ছেলে 'নীরজ'
highlightKey Highlights

প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা জিতে নিলেন ভারতীয় জ্যাভলিন তারকা।


চলতি বছরে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন ভারতের জ্যাভলিন ষ্টার নীরজ চোপড়া। তিনি প্যারিস ডায়মন্ড লিগে সেরার খেতাব জিতেছেন। প্রথম থ্রোতে ৮৮.১৬ মিটার নিক্ষেপ করেছিলেন নীরজ। ৫রাউন্ডের পরও নীরজের ৮৮.১৬ মিটারকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি। সেরার সেরা হয়ে সোনা বাগিয়েছেন নীরজ। ৮৬.৬২ মিটার নিক্ষেপ করে তৃতীয় স্থান অধিকার করেছেন ব্রাজিলের মরিসিও লুইস দা সিলভা। উল্লেখ্য, দোহা ডায়মন্ড লীগে ৯০.২৩ মিটার ছুঁড়ে ইতিহাস গড়লেও দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিলো প্যারিস ডায়মন্ড লিগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File