দেশ

Gautam Gambhir | কোচ গম্ভীরকে প্রাণনাশের হুমকি! কাঠগড়ায় জঙ্গি সংগঠন ‘আইএসআইএস কাশ্মীর’

Gautam Gambhir | কোচ গম্ভীরকে প্রাণনাশের হুমকি! কাঠগড়ায় জঙ্গি সংগঠন ‘আইএসআইএস কাশ্মীর’
Key Highlights

এ বার ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দিল জঙ্গি সংগঠন ‘আইএসআইএস কাশ্মীর।

গতকালই পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এবার তাকে প্রাণনাশের হুমকি দিলো ‘আইএসআইএস কাশ্মীর’ নামক এক জঙ্গি সংগঠন। গত ২২ এপ্রিল ইমেল মারফত তাকে হুমকি দেওষা হয়। বিকেলে এবং সন্ধ্যায় তিনি দুটো ইমেইল পান যেগুলিতে লেখা ছিল ‘আই কিল ইউ (আমি তোমাকে মেরে ফেলব)’। সূত্রের খবর, বুধবারই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন গৌতম গম্ভীর।