India Ban Pak Account | ডিজিটাল পথেও পাকিস্তানকে বয়কট করলো ভারত! পাক সরকারের সরকারি এক্স হ্যান্ডেল বন্ধের নির্দেশ কেন্দ্রের!

Thursday, April 24 2025, 7:36 am
highlightKey Highlights

পহেলগাঁও হামলার প্রতিবাদে পাক সরকারকে প্রচারমাধ্যমেও বয়কট করল নয়াদিল্লি!


পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করার পাশাপাশি আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এবার পহেলগাঁও হামলার প্রতিবাদে পাক সরকারকে প্রচারমাধ্যমেও বয়কট করল নয়াদিল্লি! আজ থেকে ভারতে আর দেখা যাবে না পাক সরকারের সরকারি এক্স হ্যান্ডেল। সাধারণত এক্স হ্যান্ডেলের মাধ্যমে কোনও দেশের সরকার বিভিন্ন সরকারি বিবৃতি, সরকারের বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান ঘোষণা করে। কিন্তু এবার সেই সব খবর আর ভারতে দেখা যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File