IND vs BAN | বাংলাদেশে না যাওয়ার পরামর্শ BCCIকে , অনিশ্চয়তা বাড়লো ভারত ও বাংলাদেশের সিরিজ় নিয়ে!
Friday, July 4 2025, 12:41 pm

ভারত সরকার BCCIকে পরামর্শ দিয়েছে যে, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে সেখানে না সামারি.
আরও অনিশ্চয়তা বাড়লো ভারত ও বাংলাদেশের সিরিজ় নিয়ে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে গিয়ে খেলতে নিষেধ করলো ভারত সরকার। এর ফলে কার্যত বাতিল হতে পারে অগস্ট মাসে ভারত বাংলাদেশ সিরিজ়। ১৭ অগস্ট থেকে তিন ম্যাচের ODI সিরিজ় ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ় খেলার কথা ছিল ভারতের ক্রিকেট দলের। যার মধ্যে বাংলাদেশের দুটো স্টেডিয়ামে পুরো সিরিজ়গুলো হওয়া কথা ছিল। কিন্তু সূত্রের খবর, ভারত সরকার BCCIকে পরামর্শ দিয়েছে যে, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে সেখানে না যেতে।