মাইক্রোসফটের বাগ সংশোধন করে ২২ লক্ষ টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত অদিতি সিং
Thursday, July 1 2021, 8:47 am
Key Highlights
মাইক্রোসফটের এক বিরাট বাগ অর্থাৎ ভুল সংশোধন করে দিয়ে ২২ লক্ষ টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত অদিতি সিং। অদিতি সিং হলেন একজন এথিকাল হ্যাকার। তিনি জীবনে প্রথম তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করেছিলেন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতির পাশাপাশি ফেসবুক, টিকটক, মাইক্রোসফ্ট, মজিলা, পেটিএম সহ আরও ৩৫ টি কোম্পানির বাগ খুঁজে তাদের জানিয়েছিলেন। সম্প্রতি মাইক্রোসফটের আজিজুর ক্লাউড সিস্টেম- এর বাগ খুঁজে সংশোধন করে তিনি ৩০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ।
- Related topics -
- দেশ
- মাইক্রোসফট
- বিজ্ঞান ও প্রযুক্তি