Indian Delegation | মাঝ আকাশেই আটকে ভারতের প্রতিনিধি দল! অবতরণের সময়ই মস্কো বিমানবন্দরে হয় ড্রোন হামলা!

Friday, May 23 2025, 11:06 am
highlightKey Highlights

তারা যখন বিমানে তখনই মস্কো বিমানবন্দরে হয় ড্রোন হামলা। যার ফলে । মাঝ আকাশেই চক্কর কাটতে বাধ্য হয় বিমানটি।


পাকিস্তানের আসল চেহারা বিশ্বের সামনে তুলে ধরতে ভিন্ন ভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবারই রাশিয়া পৌঁছেছে ডিএমকে নেত্রী কানিমোঝির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। জানা গিয়েছে, তারা যখন বিমানে তখনই মস্কো বিমানবন্দরে হয় ড্রোন হামলা। যার ফলে । মাঝ আকাশেই চক্কর কাটতে বাধ্য হয় বিমানটি। প্রায় এক ঘণ্টা পর বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয় তাঁদের। যদিও কোনও বিপত্তি ঘটেনি। এমনকি বিমানবন্দরে কানিমোঝিদের অভ্যর্থনা জানান ভারতীয় দূতাবাসের কর্তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File