Indian Cricket Team | যুবরাজ-হরমনপ্রীতের নামাঙ্কিত স্ট্যান্ড বসলো মুল্লানপুরে, হার্লিন-আমনজ্যোৎকে আর্থিক পুরস্কার পাঞ্জাব বোর্ডের

ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং বিশ্বকাপজয়ী বর্তমান মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ সম্মান জানানো হলো।
বৃহস্পতিবার মুল্লানপুরে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ়ের আগে পাঞ্জাব ক্রিকেটের তারকাদের সম্মান জানালো রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিন মুল্লানপুরের স্টেডিয়ামে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং বিশ্বকাপজয়ী বর্তমান মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের নামাঙ্কিত স্ট্যান্ড বসলো। ভারতের বিশ্বকাপজয়ী মহিলা দলের দুই সদস্য হার্লিন দেওল, আমনজ্যোৎ কৌর ও ফিল্ডিং কোচ মুনিশ বালিকে সরকারের পক্ষ থেকে ১১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সংবর্ধনা জানান ক্রিকেটারদের।
