BCCI | IPL এর ফাইনালের দিনই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যেতে পারে ভারতের ক্রিকেট টিম,পরিকল্পনা BCCI এর!

চলতি IPLর ফাইনালের দিনই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যেতে পারে ভারতের ক্রিকেট টিম। ইতিমধ্যেই ব্যবস্থা শুরু করে দিয়েছে BCCI।
চলতি IPLর ফাইনালের দিনই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যেতে পারে ভারতের ক্রিকেট টিম। ইতিমধ্যেই ব্যবস্থা শুরু করে দিয়েছে BCCI। প্রাথমিক পরিকল্পনা অনুসারে, ইন্ডিয়া ‘A’ দলের সেই খেলোয়াড়রা একসঙ্গে চলে যাবে, যাঁরা আইপিএল নকআউট পর্বে অংশ নেবে না। বাকিরা আইপিএল শেষ হলে ইংল্যান্ডে যোগ দেবে। যদিও এখনও দল নির্বাচন করা হয়নি। ভারতীয় ‘A’ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৩টি চার দিনের ম্যাচ খেলবে, যা ৩০ মে ক্যান্টারবেরিতে শুরু হবে। এরপর ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।