Indian Coast Guard । মাছের ট্রলার থেকে প্রায় ৬ হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মাদক বিরোধী অভিযানে আন্দামানে একটি মাছের ট্রলার থেকে প্রায় ছ'হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বঙ্গোপসাগরে একটি মাছের ট্রলার থেকে প্রায় ছহাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল তাঁরা। মায়ানমার থেকে মাদক পাচারের ছক করা হচ্ছিল বলে আগেই খবর ছিল বাহিনীর কাছে। এরপরই আকাশপথে এবং জলপথে অভিযান চালিয়ে মায়ানমারের ট্রলার 'সো ওয়াই ইয়ান টু' থেকে নিষিদ্ধ মাদক ' মেটাম্ফেটামাইন' উদ্ধার করে তাঁরা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ এবং ভারতীয় উপকূলের রক্ষী বাহিনীর যৌথ অভিযানে ইতিমধ্যেই ৬ জন মায়ানমারের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।