বিনোদন

Oscar 2025 | অস্কার অধরা প্রিয়াঙ্কা-গুনীতের ‘অনুজা’-র, আশাহত ভারতের সিনেমামহল

Oscar 2025 | অস্কার অধরা প্রিয়াঙ্কা-গুনীতের  ‘অনুজা’-র, আশাহত ভারতের সিনেমামহল
Key Highlights

এক শিশুশ্রমিক ও তাঁর বোনের জীবনযুদ্ধের লড়াই নিয়ে তৈরী ‘অনুজা’কে টেক্কা দিয়ে ওই বিভাগে সেরার শিরোপা জিতে নিলো ‘অ্যাই অ্যাম নট অ্যা রোবট ।’

লস এঞ্জেলসে চলছে ৯৭তম অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটিগরিতে মনোনীত হয়েছিল ভারতের সিনেমা ‘অনুজা’। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, গুনীত মোঙ্গা কাপুর এবং মাইন্ডি কালিং প্রযোজিত এই ছবিটিই ছিল অস্কারে ভারতের একমাত্র আশার আলো। তবে স্বপ্নপূরণ হলো না। এক শিশুশ্রমিক ও তাঁর বোনের জীবনযুদ্ধের লড়াই নিয়ে তৈরী ‘অনুজা’কে টেক্কা দিয়ে ওই বিভাগে সেরার শিরোপা জিতে নিলো ‘অ্যাই অ্যাম নট অ্যা রোবট।’ স্বভাবতই আশাহত ভারতীয় সিনেমাপ্রেমীরা।