দেশ

Rameshbabu Praggnanand | বিশ্বমঞ্চে ভারতীয় দাবাড়ুদের দাপট, গুকেশকে টপকে নতুন মাইলস্টোন ছুঁলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ

Rameshbabu Praggnanand | বিশ্বমঞ্চে ভারতীয় দাবাড়ুদের দাপট, গুকেশকে টপকে নতুন মাইলস্টোন ছুঁলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ
Key Highlights

রমেশবাবু প্রজ্ঞানন্দ টপকে গেলেন গুকেশকে। উজ়চেস কাপ মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়ার পরে এখন ভারতীয়দের মধ্যে র‍্যাঙ্কিংয়ের বিচারে শীর্ষে উঠে এলেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার ভারতীয় দাবাড়ুদের। রমেশবাবু প্রজ্ঞানন্দ থেকে অর্জুন এরিগাইসি, অরবিন্দ চিথাম্বরম থেকে গুকেশ, একের পর রেকর্ড গড়ছেন তরুণ দাবাড়ুরা। এবার গুকেশকে টপকে নতুন মাইলস্টোন ছুঁলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। উজ়চেস কাপ মাস্টার্সে ফাইনালে নদিরবেক আবদুসাত্তারোভকে হারিয়ে ভারতীয়দের মধ্যে র‍্যাঙ্কিংয়ের বিচারে শীর্ষে উঠে এলেন ১৯ বছরের প্রজ্ঞানন্দ। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে গুকেশকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন প্রজ্ঞানন্দ। প্রজ্ঞানন্দের রেটিং পয়েন্ট এখন ২৭৭৮.৩। গুকেশের রেটিং পয়েন্ট ২৭৭৬.৬।