Indian Army | শত্রুর ছোড়া ড্রোন-ক্ষোপণাস্ত্র কম সময়েই হবে ধ্বংস! নতুন এয়ার ডিফেন্স সিস্টেম পাবে ভারতের সেনা!
Tuesday, June 10 2025, 2:48 pm
Key Highlightsশীঘ্রই ৩০ হাজার কোটি টাকার এয়ার ডিফেন্স সিস্টেম ‘কিউআরস্যাম, সারফেস টু এয়ার মিসাইল ক্ষেপণাস্ত্রটি আসবে ভারতের সেনার হাতে।
নতুন এয়ার ডিফেন্স সিস্টেম পেতে চলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। শীঘ্রই ৩০ হাজার কোটি টাকার এয়ার ডিফেন্স সিস্টেম ‘কিউআরস্যাম, সারফেস টু এয়ার মিসাইল ক্ষেপণাস্ত্রটি আসবে ভারতের সেনার হাতে। ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে DRDO। জানা গিয়েছে, চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রকের অধিনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি এই প্রস্তাবে ছাড়পত্র দিতে চলেছে। এই ক্ষেপণাস্ত্রটি শত্রুর ছোড়া ড্রোন এবং ক্ষোপণাস্ত্রগুলিকে খুব কম সময়ের মধ্যে আকাশেই নিক্রিয় করে দিতে পারে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আদর্শ।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা
- ডিআরডিও
- শক্তিশালী মিসাইল

