Chattisgarh | ছত্তিসগড়ে ১২ জন মাওবাদীকে খতম করলো ভারতীয় সেনা! শহীদ দুই জওয়ান

Sunday, February 9 2025, 8:53 am
highlightKey Highlights

ছত্তিসগড়ে ১২ জন মাওবাদীকে খতম করলো ভারতীয় সেনা। আহত হয়েছেন আরও দুই জওয়ান।


ছত্তিসগড়ে ১২ জন মাওবাদীকে খতম করলো ভারতীয় সেনা। রবিবার সে রাজ্যের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানও নিহত হয়েছেন এই অভিযানে। মৃত জওয়ানদের মধ্যে একজন ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডের সদস্য এবং অপর জন স্পেশ্যাল টাক্স ফোর্সের সদস্য। আহত হয়েছেন আরও দুই জওয়ান। ইতিমধ্যে তাদের এয়ারলিফ্টের মাধ্যমে চিকিৎসার জন্য উড়িয়ে আনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File