Indian Army | ভারতের সেনা-বায়ু-নৌ বাহিনীকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ! ‘যৌথ কমান্ড’-এর মাধ্যমে পরিচালিত হবে তিন বাহিনী!

Wednesday, May 28 2025, 6:45 am
Indian Army | ভারতের সেনা-বায়ু-নৌ বাহিনীকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ! ‘যৌথ কমান্ড’-এর মাধ্যমে পরিচালিত হবে তিন বাহিনী!
highlightKey Highlights

এবার ভারতের তিন বাহিনীর জন্য বড় নির্দেশ কেন্দ্রের। এবার থেকে ‘যৌথ কমান্ড’ এর মাধ্যমে পরিচালিত হবে ভারতের তিন বাহিনী!


ভারতীয় আর্মি, এয়ারফোর্স এবং নেভি একত্রিত কাজ করে ‘অপারেশন সিঁদুরে’ বড় সাফল্য এনেছে। এবার ভারতের তিন বাহিনীর জন্য বড় নির্দেশ কেন্দ্রের। এবার থেকে ‘যৌথ কমান্ড’ এর মাধ্যমে পরিচালিত হবে ভারতের তিন বাহিনী! ২৭ মে থেকে একত্রিত হয়ে কাজ করবে ভারতের সেনা, বায়ুসেনা ও নৌ বাহিনী! বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্টার সার্ভিস অর্গানাইজেশন (কমান্ড, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা) অ্যাক্ট ২০২৩ এর অধীনে সশস্ত্র বাহিনী যাতে আরও সুষ্ঠ ভাবে কাজ করতে পারে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File